Wellcome to National Portal

Honorable Guest , Welcome to the webportal of Divisional social services  office , Rajshahi

Main Comtent Skiped

Title
meeting
Details

সভার নোটিশ

মন্ত্রিপরিষদ বিভাগের ২ জ্যৈষ্ঠ, ১৪২৬/১৬ মে২০১৯ তারিখের ০৪.০০.০০০০.৬১১.০৬.০০২.১৪৪. নং প্রজ্ঞাপনমূলে গঠিত “টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটির” সভা আগামী ২০-০২-২০২০ খ্রি. তারিখ বৃহস্পতিবার বেলা ১২.০০ টায় বিভাগীয় কমিশনার, রাজশাহী মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন জনাব মো: হুমায়ুন কবীর খোন্দকার, বিভাগীয় কমিশনার ও সভাপতি”টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত বিভাগীয় কমিটি” রাজশাহী।

সভায় সম্মানিত সদস্যগণকে বর্ণিত তারিখ, সময় ও স্থানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

আলোচ্য বিষয় :

১. বিগত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়ীকরণ।

২. গত সভার সিদ্ধান্তসমূহ সম্পর্কে ফলোআপ।

৩. বিবিধ।

 

 

 

 

(এ.কে.এম সরোয়ার জাহান)           

পরিচালক

বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রাজশাহী।

সদস্য সচিব

টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ(SDGs) বাস্তবায়ন ও সমন্বয়

সম্পর্কিত বিভাগীয় কমিটি, রাজশাহী।

ফোন নং-০৭২১৭৬২০০৫

বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):

১. মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২. এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৩. প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, তেজগাঁও, ঢাকা।

৪.  সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৫. মহাপরিচালক, সমাজসেবা অধিদফতর, আগারগাঁও. ঢাকা।

৬. জেলা প্রশাসক,………………  (সকল), রাজশাহী বিভাগ, রাজশাহী।

৭. জনাব, …………………………………………..

            ………………………………………রাজশাহী।

৮. বিভাগীয় কমিশনার মহোদয়ের একান্ত সচিব, বিভাগীয় কমিশনার মহোদয়ের সদয় অবগতির জন্য।

৯. অফিস কপি।

Images
Attachments
Publish Date
17/02/2020
Archieve Date
23/02/2020